১৯,১,২০২৬ ইং তারিখে সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটা না বাজতেই নারায়ণগঞ্জ ফতুল্লা বৃহত্তর চাঁন মারী জেলাপরিষদ সংলগ্ন বিশিষ্ট মাদক ব্যবসায়ী আকাশের স্পষ্ট থেকে গাঁজা বিক্রি করা কালে একজনকে গ্রেফতার করে থানায় নিয়া আটক করে রাখেন।মাদক ব্যবসায়ীর নাম: মোঃ হৃদয় পিতা:ওমর হোসেন সাং নবীগঞ্জ ইসলামবাগ মাছিয়াপাড়া বড়বাড়ি বন্দর। ব্যবসায়ীকে ৬৪ পোটলা গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ফতুল্লা থানা পুলিশ এসআই আশিষ ও এএসআই হামিদ মিয়ার টিম নিয়া অনেক কৌশল অবলম্বন করে। মাদক ব্যবসায়ী আকাশ (গং)রা দীর্ঘদিন ধরেই এই স্পষ্টের মাদক ব্যবসাটা চালু করে লক্ষ লক্ষ টাকা বানিজ্য করেই যাচ্ছেন প্রতিনিয়ত কিছু বলার মতো নাই কোন লোকজন। অনেক কষ্টের পড়ে সফলতা অর্জন করেছেন প্রশাসন,এলাকাবাসীর উৎফুল্ল।