1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

মোহাম্মদ আলী মাসদাইর এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-এর মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাসদাইর এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

মাসদাইর কবরস্থান থেকে শুরু করে বেকারি মোড়, ঘোষের বাঘ গাইবান্ধা বাজার, পশ্চিম মাসদাইর প্রাইমারি স্কুলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে হাতি মার্কার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যান তিনি।

এসময় এলাকাবাসীর মধ্যে দেখা যায় চরম উৎসাহ-উদ্দীপনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন, ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই মোহাম্মদ আলীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

প্রচারণাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আমি এই এলাকার মাটি ও মানুষের সন্তান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজও মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জ-৪ আসনকে একটি উন্নয়নবান্ধব ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।”

স্থানীয় বাসিন্দারা জানান, একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ আলীর প্রতি তাদের আস্থা রয়েছে। তারা মনে করেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সবমিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই